নতুন আইনের প্রতিবাদে হাজার হাজার কৃষক গত বার দিন ধরে দিল্লির প্রবেশপথ গুলো ঘেরাও করে অবস্থান করে আছে। সরকারের সাথে তিন দফা আলোচনাতেও কোনো ফল না আসার পর মঙ্গলবারের এ বনধ্ কর্মসূচি পালনের ডাক দেয়া হলো।
এরই মধ্যে দেশটির অন্তত পনেরটি বিরোধী দল কৃষকদের এ আন্দোলনে সমর্থন দিয়েছে।
সরকার ও আন্দোলনরত কৃষকদের মধ্যে আগামীকাল নয় ডিসেম্বর বৈঠক হওয়ার কথা রয়েছে।
দেশটির ক্ষমতাসীন বিজেপি বলছে যে সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে তাতে বেসরকারি খাত কৃষিতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ পাবে কিন্তু এটি কৃষকদের আয়ের কোনো ক্ষতি করবেনা।
কিন্তু কৃষকরা এটি গ্রহণ করতে নারাজ।