লোকেশ রাহুলে ভর করে ইডেন গার্ডেনসে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে। কিন্তু গম্ভীর চিন্তিত ভারতের পূর্ণ শক্তির দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে যাওয়ায়, ‘বাংলাদেশের বিপক্ষে ভারতের পূর্ণ শক্তির দলই হেরেছে। গম্ভীর বলেন আমি মনে করি, আমাদের সেখান থেকেই ভাবা উচিত। শুধু এই সিরিজ (শ্রীলঙ্কার বিপক্ষে) নিয়ে বসে থাকলে হবে না। অতীতের কথা আমরা যেন ভুলে না যাই।’
ভারতীয় দল সিরিজ হারবে আর গৌতম গম্ভীর এ নিয়ে কোন মন্তব্য করবেন না তা হতেই পারে না, তিনি সব বিষয় নিয়ে যেন একটু বেশিই সমালোচনাপ্রবণ। এমনটা জেন ভারত হারতেই পারবে না,তা না হলে কোহলিকে শতরানের জন্য অভিনন্দন জানাতে গিয়ে বাংলাদেশের সঙ্গে হারের প্রসঙ্গ টেনে আনবেন কেন!
তবে গম্ভীরের সমালোচনা গত ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের ওয়ানডে সিরিজ হেরে যাওয়া নিয়ে, শ্রীলঙ্কার সাথে সিরিজ জেতার চেয়ে তিনি বাংলাদেশের সাথে সিরিজ হারকেই বড় করে দেখতে চাইছেন।
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে টেলিভিশন ধারাভাষ্যকারদের আলোচনায় হঠাৎ করেই বাংলাদেশের বিপক্ষে হারের প্রসঙ্গ আনেন ভারতের সাবেক ওপেনার গম্ভীর। আলোচনায় সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জরেকার কোহলির শতরান ও ফর্ম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে উত্তরে গম্ভীর বলেন, ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলগত পারফরম্যান্সের প্রতি নজরটা বেশিই দেওয়া উচিত, ‘আমাদের কারও ভুলে যাওয়া উচিত হবে না, ভারত বাংলাদেশ সফরে গিয়ে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরে এসেছে।
আমরা এই ব্যর্থতা ভুলে যাচ্ছি। অবশ্যই ব্যক্তিগত পারফরম্যান্স যথেষ্ট জরুরি। তবে সেই সঙ্গে দলগত পারফরম্যান্স আরও বেশি জরুরি। নিজের রেকর্ডের দিকে তাকিয়ে কেউ যদি দেখে তাঁর ৫০টি বা ১০০টি শতরান, তখন তাঁর খুবই তৃপ্তি হবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, বাংলাদেশের বিপক্ষে কী হয়েছে! এটা ভারতের জন্য বিরাট এক শিক্ষা।’
বাংলাদেশ সফরের প্রথম দুই ম্যাচে হেরে ধবলধোলাইয়ের দ্বারে পৌঁছে গিয়েছিল ভারত। শেষ ম্যাচে ঈষাণ কিষানের অতিমানবীয় এক ইনিংসে ভর করে ভারত সেই লজ্জার হাত থেকে বেঁচেছিল।