ভলান্টিয়ার ফর বাংলাদেশে(ভিবিডি) ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে কওমি মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থীর মধ্যে শীত বস্ত্র বিতরণ, ১৫০ জন শিক্ষার্থীকে খাদ্য সমাগ্রী এবং বিভিন্ন কার্যক্রমের পুরুষ্কার হিসাবে ১০ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমা নগরের ধলাইমান রওজাতুল উলূম কওমী মাদরাসায় এই কার্যক্রম করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন ভিবিডি-ময়মনসিংহ জেলা শাখার প্রেসিডেন্ট নূর আলম নাহিদ, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট তাসপিয়া তাসনিম নাবিলা, প্রজেক্ট অফিসার তানভীর আহম্মেদ, মানব সম্পদ কর্মকর্তা পার্থ সাহা, পাবলিক রিলেশন অফিসার লোপা চৌধুরী, কোষাধক্ষ্য ফাহমিদা সরকার সায়মাসহ সংগঠনটির কমিটি মেম্বার, সাধারণ ভলান্টিয়ার এবং মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এই কার্যক্রম নিয়ে একই মাদ্রাসার শিক্ষকবৃন্দ ভলান্টিয়ার ফর বাংলাদেশে ময়মনসিংহ জেলা শাখাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একইধরনে কার্যক্রম করার আহ্বান জানান। সাধারণ ভলান্টিয়ার শিমুল জানান, এই অনুষ্ঠানটি আসাধারণ ছিল। আমরা দারুণ একটি সময় কাটিয়েছি, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমের সাথে থাকতে চাই।
উল্লেখ্য, ভলান্টিয়ার ফর বাংলাদেশে ময়মনসিংহ জেলা এসডিজি ১৭ টি গোল নিয়ে কাজ করে এবং এই সংগঠনের সাথে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পর্যায়ের সেচ্ছাসেবী যুক্ত আছেন।