পরিচালকের পর এবার গায়ক সৃজিত, সম্প্রতি ইন্সটাগ্রামে স্ত্রী রাফিয়াত রাশিদ মিথিলার পোস্ট করা একটি ভিডিওতে এমনই চিত্র উঠে এসেছে। যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এই ভিডিওতে অনুপম রায়ের সাথে গলা মিলিয়ে গান গাইতে দেখা যায় পরিচালক সৃজিত মুখার্জি কে।
শুধুমাত্র ছবি পরিচালনা না, সৃজিত মুখার্জি আরো অনেক ধরনের গুণের অধিকারী। বহুবার ঘরোয়া আড্ডাতে থেকে হার্মনিকা বাজাতে দেখা গেছে। তবে এবারে আর হারমোনিকা নয়, এবারে একটি গান গাইলেন পরিচালক সৃজিত মুখার্জি।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হয়েছিল সিনেমার জন্য গান এবং গানের জন্য সিনেমা নামক একটি অনুষ্ঠান। সে অনুষ্ঠানে দেখা মিলল গায়ক সৃজিত মুখার্জীর।
তার জনপ্রিয় সিনেমা ২২ শে শ্রাবণের একটি গান গভীরে যাও তিনি পারফর্ম করেন অনুপমের সাথে।