আজ শুক্রবার বিকেল তিনটার দিকে রংপুর নগরের গণেশপুর এলাকার নিজ বাড়ি থেকে দুই বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের একজন দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী, অপরজন নবম শ্রেণিতে অধ্যয়নরত।
নগরের মুলাটোল আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার ফলপ্রত্যাশী সুমাইয়া আকতার মীমের (১৬) লাশ ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় এবং তার চাচাতো বোন বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়ার (১৪) লাশ পাশের ঘরে মেঝের ওপর পড়ে ছিল। সুমাইয়া ওই এলাকার মোকছেদুল ইসলামের এবং জান্নাতুল মাওয়া মমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের লাশ উদ্ধার করেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো জানা যায়নি। পুলিশ বাড়িটিকে ঘিরে রেখেছে এবং লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা উদ্ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।