রংপুরের গঙ্গাচড়ার ময়নাকুটি এগ্রো কোল্ড স্টোরেজ সংলগ্ন তাতি পাড়া গ্রামের আসাদুল হকের জামাতা, মোঃ হাসান আলি(২৮) নামের এক ব্যাক্তি মালবাহী ট্রাক চালনার সময় স্টেয়ারিং এর ব্যাঘাত জনিত কারনে গাড়ির সামনের ইন্জিন উল্টেগিয়ে ব্যাক্তির দেহে চাপা পড়ে ঘটনা স্থলেই হাসান আলি ড্রাইভার নিহত হয়।
ঘটনা স্থল থেকে জানা যায়, ড্রাইভার হিসেবে দীর্ঘ ২ বছর যাবত ড্রাইভারি করত ওই যুবক।গাড়ি চালানোর তার দীর্ঘদিনের অভিজ্ঞতা।
মাত্র দুই বছর আগে হাসান আলি নামক ব্যাক্তি বিবাহ করে, এখন তার একটি ১ বছর বয়সের বাচ্ছা রয়েছে।তার মৃত্যুতে শোকাহত তার গ্রামের মানুষেরা।