রসায়নে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন দুই নারী গবেষক এমমানুয়েল চার্পেনিয়ার এবং জেনিফার এ দৌদনা৷ পুরস্কারপ্রাপ্ত এমমানুয়েল চার্পেনিয়ার ফরাসি এবং জেনিফার এ দৌদনা মার্কিন নাগরিক । বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল চারটায় তাঁদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, জিনোম এডিটিং বা জিনোম ইঞ্জিনিয়ারিংয়ের একটি পদ্ধতি বিকাশে অবদানের জন্য এমমানুয়েল চার্পেনিয়ার ও জেনিফার এ দৌদনাকে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জিনোম বলতে কোনো জীবের বৈশিষ্ট্যের একককে বোঝায়। জিনোম থেকে ডিএনএ আলাদা করার উপায়কেই জিনোম এডিটিং বলে। কাঁচি দিয়ে কাগজ কেটে যেমন জোড়া লাগানো হয়, ডিএনএ থেকে জিন কেটে জোড়া লাগানোর জন্য সেরকম একটা কাঁচি লাগে। বিজ্ঞানের ভাষায় CRISPR/Cas9 নামের এই জেনেটিক কাঁচির ব্যবহার আবিষ্কার করেছেন তারা।
বুধবার নোবেল কর্তৃপক্ষের পক্ষ জানানো হয়েছে, জিন প্রযুক্তির অন্যতম সেরা প্রযুক্তি ‘সিআরআরএসপিআর/ক্যাস৯ জেনেজিক সিসর’ আবিষ্কার করেছেন এমমানুয়েল চার্পেনিয়ার এবং জেনিফার এ দৌদনা। সেই আবিষ্কারকে ‘জিন প্রযুক্তির অন্যতম সেরা উপায়’ হিসেবে উল্লেখ করে নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, আণবিক জীবন বিজ্ঞানে বিপ্লব নিয়ে এসেছে এই প্রযুক্তি। যা উদ্ভিদের বংশবিস্তারের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে এসেছে। একইসঙ্গে তা উদ্ভাবনী ক্যানসার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি জিনগত রোগ সারিয়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন গবেষকরা, তা সত্যি করতে পারে এই ‘সিআরআরএসপিআর/ক্যাস৯ জেনেজিক সিসর’।
উল্লেখ্য, নোবেল পুরষ্কারের ইতিহাসে এই প্রথম দুই নারীকে যৌথভাবে রসায়নে নোবেল দেয়া হলো। আর রসায়নে নোবেল পাওয়া ষষ্ঠ ও সপ্তম নারী তারা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে এবং সোমবার (৫ অক্টোবর) চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়।