রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা থেকে মোহাম্মদ সাকিব নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে ।
গত ২১ অক্টোবর (বুধবার) সকাল ১০টা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছে না । সাকিব উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র । তার বাবার নাম ডাঃ বেলাল উদ্দিন, তার বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১০ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত মেঘবাসান গ্রামে।
নিখোঁজ সাকিবের বাবা জানান, গত বুধবার সকালের দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে মোবাইল ফোনে জানান, তারা সাকিবকে খুঁজে পাচ্ছেন না । মাদ্রাসা কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, ঐ দিন সকাল থেকে সাকিব পর পর দুটি বিষয়ের ক্লাস করার পর তৃতীয় বিষয়ের ক্লাসের সময় তার অনুপস্থিতি টের পেয়ে তাকে খোজখুজি করেন । ছেলের নিখোঁজের খবর শুনে তিনি নিজে সম্ভ্যব্য বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করেন কিন্তু অদ্যবধি তার কোন সন্ধান পাননি । তিনি আরও জানান, সাকিব নিখোঁজের আগের দিন (২০ অক্টোবর) ছুটি কাটিয়ে গ্রামে বাড়ি থেকে মাদ্রাসায় গিয়েছে । সে ঐ মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করে আসছিল । তিনি ও তার পরিবার হাতিয়ার গ্রামের বাড়িতেই থাকেন ।
এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ও নিজ উদ্যেগে বিভিন্ন স্থানে সাকিবের সন্ধান করছেন কিন্তু তারাও তাকে উদ্ধারে ব্যর্থ হয়েছেন। নিখোঁজের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি সাধারন ডায়েরী(জিডি)
করেছেন । জিডি নং : 1643 ।
তার বাবা ছেলেকে ফিরে পাবার জন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন । সাকিব কে খুঁজে পেলে নিন্মলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ঃ
নাম : ডাঃ বেলাল উদ্দিন (পিতা)
গ্রাম : মেঘবাসান (৮নং ওয়ার্ড)
১০ নং ইউনিয়ন , হাতিয়া, নোয়াখালী ।
মোবাইল নং : 01723-214930 / 01825-284693/ 01970-145652