রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মহসীন উদ্দিন আহমেদকে সমাহিত করা হয়েছে। মানিকগঞ্জ পাড়িল রফিকনগরের বিশিষ্ট সমাজসেবক ও একাত্তরের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়া হয়েছে।
এসময় তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ভূমি, বলধারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত তিনি ১৬/০১/২০২১ ইং তারিখে বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ।
উল্লেখ্য হাজী মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদ মানিকগঞ্জের কৃতি সন্তান ও বায়ান্নর ভাষা আন্দোলন প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ চাচাতো ভাই ও বেয়াই। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে এই পরিবারের সদস্যদের অংশগ্রহণ আত্মত্যাগ সর্বজন স্বীকৃত ।