দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন এই প্রথমবারের মতো পাঁচ লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে।
সর্বশেষ ২০ অক্টোবর ১৫ মাস পর প্রধান ডিএসইতে বাজার মূলধন আবার ৪ লাখ ছাড়িয়ে যায়। এর আগে ২০১৯ সালের ২৭ জুন ডিএসইর বাজার মূলধন ৪ লাখ কোটি টাকার ওপরে ছিল।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি টাকা। বাজার মূলধনের পাশাপাশি ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৯ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৭৯ পয়েন্ট।
এদিকে প্রথমবারের মতো শেয়ার বাজারের মার্জিন ঋণের সুদহারও বেঁধে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এছাড়া শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তদন্তে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেটির বাস্তবায়ন পিছিয়ে দেয়া হয়েছে।
বুধবার বিএসইসির পক্ষ থেকে আলাদাভাবে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, “তালিকাভুক্ত সিকিউরিটিজের তদন্ত–সংক্রান্ত ১২ জানুয়ারির নির্দেশনাটির কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পিছিয়ে দেয়া হলো।”
মঙ্গলবারের নির্দেশনায় বিএসইসি জানায়, “শেয়ার বাজারে যেসব কোম্পানির শেয়ারের দাম এক মাসে ৫০ শতাংশের বেশি বেড়েছে বা কমেছে, তার পেছনে কোনো কারসাজি রয়েছে কি-না তা তদন্ত করা হবে।পাশাপাশি কোনো কোম্পানির এক মাসের গড় লেনদেন আগের ছয় মাসের গড় লেনদেনের চেয়ে পাঁচ গুণের বেশি বাড়লে সেই কোম্পানির শেয়ার নিয়েও তদন্ত হবে।”