আজ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জন্মদিন।বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের ৩৩তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এমন ক্ষণে টস জিতে জোহানেসবার্গে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজকের ম্যাচটি জিততে পারলে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারবে বাাংলাদেশ। সতীর্থরা কি তামিমের জন্মদিন রাঙাতে পারবে দারুণ জয়ে?
সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট দলকে যে কোনো ফরম্যাটে হারানো ছিল সেরা সাফল্য। জোহানেসবার্গেও তার পুনরাবৃত্তি হলে এটি হবে বাংলাদেশের ক্রিকেটের বিশাল এক অর্জন।
২০ মার্চ, ১৯৮৯ সালে চট্টগ্রামের কাজী দেউড়ির বিখ্যাত খান পরিবারে জন্ম হয় তামিমের। তার বাবা ছিলেন ফুটবলার, চাচা আকরাম খান দেশের কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক, বড় ভাই নাফিস ইকবালও সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার।
অধিনায়কের জন্মদিনে টাইগাররা নিশ্চয়ই চাইবে ব্যতিক্রমের গল্পটা প্রোটিয়াদের সামনে তুলে ধরতে। তাতে করে ঐতিহাসিক সিরিজ জয়ের গৌরব অর্জন করতে পারবে বাংলাদেশ দল। এটুকু নিশ্চিত, ওয়ান্ডারার্সে ক্রিকেট উৎসব আজ জমে যেতে পারে। কারণ পিংক জার্সিতে প্রোটিয়ারা সবসময়ই উড়ন্ত, আক্রমণাত্মক। তাছাড়া সিরিজে ফেরার চাপ আছে বলে বাংলাদেশকে আক্রমণের মন্ত্রেই খেলবে তারা।