দেশে সাংবাদিক সুরক্ষার জন্য কোন আইন না থাকার ফলে নিয়মিত চলছে সাংবাদিক নিধন।
সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, কুপিয়ে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হাত -পা ভেঁঙ্গে ফেলছে, গাছে বেঁধে নির্যাতন করছে। অথচ মামলা হওয়ার পরও পুলিশ আসামি খুঁজে পান না।
এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ২মার্চ সকাল ৮ট থেকে ২টা পর্যন্ত কলম বিরতি কালে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সহ সভাপতি সাঈদুর রহমান রিমন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
এছাড়াও দেশের প্রতিটি জেলা-উপজেলায় উক্ত কর্মসূচি পালন করছে বিএমএসএফ এর সাথে একাত্মতা ঘোষণাকারী দুই শতাধিক গণমাধ্যম ও মিডিয়া কর্মী।
বিএমএসএফ এর সাথে একাত্মতা ঘোষণাকারী শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বিডিটোন২৪.কমের সম্পাদক ও প্রকাশক, মোঃ শামসুল আকরাম বলেন, সাংবাদিকদের উপর বৈষম্য ও সাংবাদিক দমন-নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবী।
তিনি আরও বলেন, এই দাবী শুধু বিএমএসএফ এর নয়, দেশের সব গণমাধ্যম ও মিডিয়াকর্মীদেরকে এই দাবী’র সাথে একাত্মতা ঘোষণা করে এগিয়ে আশা দরকার।