এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেওয়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই সাত উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করায় সকল খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
আজ শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের গতির পর মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৪৮ রানে অলআউট হয় উইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রোভম্যান পাওয়েল। তার কারণেই দেড়শ’র কাছাকাছি স্কোর গড়তে সক্ষম হয় ক্যারিবীয়রা। বাংলাদেশ দলের হয়ে মিরাজ চার, মোস্তাফিজ-সাকিব দুটি করে উইকেট নেন।
সহজ টার্গেট তাড়া করতে নেমে তামিমের ফিফটি ও সাকিবের অপরাজিত ৪৩ রানে ভর করে ৭ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
এদিকে বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজের গত ম্যাচের মতো আজও বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে একাত্মতা দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরুর আগে তামিম বাহিনী হাঁটু গেড়ে বসে ও একহাত তুলে সংহতি জানান।
গত ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে সহজ জয় পায় টাইগাররা।
উল্লেখ্য, ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ টানা ছয়টি সিরিজ (২০০৬-২০১০) জিতেছিল বাংলাদেশ। উইন্ডিজদের বিরুদ্ধে শেষ দুটি সিরিজই (২০১৮ সালে) জিতেছে টাইগাররা। আজ টানা তৃতীয় সিরিজ জয় তথা হ্যাটট্রিক পূর্ণ করল বাংলাদেশ। জিম্বাবুয়ে ছাড়া আর কোনো দলের বিরুদ্ধে টানা তিন সিরিজ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার সে তালিকায় যুক্ত হল ওয়েস্ট ইন্ডিজ।