সিলেটে জানুয়ারি ২০২১ থেকে ২২ শে মার্চ ২০২১ এর মধ্যে সোমবার (২২ মার্চ) সকাল পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার তিন মাসের মধ্যে সর্বোচ্চ ৪৪ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, ২১ শে মার্চ (রোববার) সিলেটের চারটি ল্যাবে ৭৭৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, সিলেটে ক্রমেই করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। রোববারের ৬২ জনকে নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬৭৬৫ জন।
অপরদিকে, রোববার করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাঁকে নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮২।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সর্বোচ্চ সিলেট জেলায় ১০২০৮ জন এবং মৃতের সংখ্যা ২১৮ জন।