আজ (২৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানীর হোটেল সোনারগাঁও এর সামনে সৌদি এয়ারলাইনসের অফিসে সৌদি ফেরার টিকিটের জন্য প্রবাসিরা ভিড় করেছেন । সকালে কয়েক দপা বৃষ্টির মধ্যে ভিজে ও তাদের টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে । সকালে টিকিট প্রত্যাশীদের জানানো হয়, আজ ১ থেকে ৫০০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে । পর্যায়ক্রমে আগামি কাল শুক্রবার দেওয়া হবে ৫০১ থেকে ৮৫০ নম্বর টোকেনধারীদের । পর দিন শনিবার দেওয়া হবে ৮৫১ থেকে ১২০০ নম্বর এবং রবিবার দেওয়া হবে ১২০১ থেকে ১৫০০ নম্বর টোকেনধারীদের ।
এদিকে যারা এখন ও টিকিটের জন্য টোকেন পাননি তাদের আগামি ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) এয়ারলাইন্স অফিসে আসতে বলা হয়েছে । অপেক্ষামান অনেক যাত্রী অভিযোগ করেন টোকেন ছাড়াও অনেকে গতকাল সৌদি এয়ারলাইনসের টিকিট পেয়েছেন । এটা কিভাবে সম্ভব হয়েছে তা খতিয়ে দেখার এবং টিকিট প্রদানে স্বচ্চতার দাবি করেছেন তারা । উল্লেখ্য আগামি ১৭ অক্টোবর পর্যন্ত সৌদি প্রবাসিদের আকামার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।