সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রত্যাখ্যাত হচ্ছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। এর আগে গত সপ্তাহে স্ন্যাপচ্যাট ট্রাম্পের অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। গতকাল বুধবার সেটা স্থায়ী করল প্রতিষ্ঠানটি।
স্ন্যাপচ্যাটের মুখপাত্র বলেন, “গত সপ্তাহে এক ঘোষণায় আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের স্ন্যাপ অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিলাম। এখন আমাদের স্ন্যাপচ্যাট কমিউনিটির স্বার্থে স্থায়ীভাবে ব্যবস্থা নিয়েছি।”
একে একে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে ট্রাম্পের। এর আগে তার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়। সহিংসতা ছড়ানোর আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তার ইউটিউব চ্যানেলও।
ইউটিউব চ্যানেল বন্ধের বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় আমরা ডোনাল্ড ট্রাম্পের চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও সরিয়ে দিয়েছি। চ্যানেলটিতে সাময়িকভাবে নতুন কোনও কিছু আপলোড করা যাবে না। এ নিষেধাজ্ঞা অন্তত আগামী সাত দিন বহাল থাকবে।
৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে নিষিদ্ধের মতো পদক্ষেপ নেয় ফেসবুক, টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষ। এবার সে পথে হাঁটল স্ন্যাপচ্যাটও।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি ক্ষমতার মেয়াদ শেষ হতে যাচ্ছে ট্রাম্পের।