হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হওয়া ট্যাংকার সরিয়ে নেওয়ার পর গতকাল রোববার দিবাগত রাত দুইটার পর থেকে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ১৪ ঘণ্টা বন্ধ থাকে।
এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ১০ সদস্যের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার পর থেকে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার কারণে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেলস্টেশন এবং ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে।
এ ছাড়া এ কারণে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর কালনী ট্রেন কমলাপুর রেলস্টেশনে আটকা থাকে। তিনটি ট্রেনের শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।