দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান।
আগামী আট সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের ভিত্তিতে এই আদেশ দিয়েছে আদালত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন।
গতবছর ডিজিটাল নিরাপত্তা আইনে (১৩ ডিসেম্বর) আবুল আসাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছিল। সেদিনই তাকে সংগ্রাম কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাবন্দি। উক্ত মামলায় গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্ট এক বছরের জামিন দেন তাঁকে। অতপর জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।