ঢাকা   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জার্মানিতে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন

প্রবাস

প্রকাশিত: ১৮:০৭, ২৭ মার্চ ২০২৩

আপডেট: ১৮:০৭, ২৭ মার্চ ২০২৩

জার্মানিতে বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন

গতকাল জার্মান আওয়ামী লীগের এন‌ আর ভে শাখার উদ্যোগে ২৬ শে মার্চ, বাংলাদেশের ৫২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার জার্মানীর কোলন শহরের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় জার্মান আওয়ামী লীগের বিভিন্ন প্রদেশের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। কোরান থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত এবং ২৫শে মার্চের কালো রাতে নিহতদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এন আর ভে আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমগীর আলি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জার্মান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোবারক আলী ভুঁইয়া, প্রধান অতিথি হিসেবে ছিলেন জার্মান আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব শাহাবুদ্দিন মোহাম্মাদ এবং প্রধান বক্তা ছিলেন এন আর ভে রাজ্যের বাংলাদেশের অনারারী কনসোল ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জনাব শাহাবুদ্দিন ২৫শে মার্চের সেই ভয়াল কালো রাতের স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই যে বাঙ্গালীর স্বাধীনতার সনদ তা তিনি সকলকে স্মরণ করিয়ে দেন। একই সাথে তিনি বঙ্গবন্ধুর ২৫শে মার্চ রাতে দেয়া মুক্তিযুদ্ধের ঘোষনাগুলো পড়ে শোনান। এসব ঘোষনা ১৯৭১ সালের ২৬শে মার্চ সকালে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচার হয়েছে। তিনি প্রবাসী নেতা কর্মীদের বর্তমান সময়ে দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া প্রবাসী রাজনৈতিক কর্মীদের আরো বেশী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি জার্মান আওয়ামীলীগের অতীত ইতিহাস তুলে ধরেন। বাংলাদেশ সরকারের অনারারী কনসোল হিসেবে তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাশীদের বিভিন্ন ভুমিকার কথা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মোবারাক আলী ভুঁইয়া মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সকল নেতাকর্মীকে আগামী দিনের রাজনীতির জন্য প্রস্তুত হতে বলেন। বাংলাদেশ সরকার এবং আওয়ামীলীগের সাফল্য গাঁথা প্রচারে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আওভান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জার্মান সেচ্ছাসেবক লীগের সভাপতি সাবরা খান, ফিরোজ আহমদে, এনামুর রহমান, কেয়া মিয়া, তানিমা তাসনিম, বেলাল হোসেন, রাজু আহমেদ, জামাল খান, ফরিদ আহমেদ সহ আরো অনেকে।