ঢাকা   বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রাহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে জার্মানির বার্লিনে মহাসমাবেশ

প্রবাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০০:৫০, ২৫ জুলাই ২০২৪

বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে জার্মানির বার্লিনে মহাসমাবেশ

বাংলাদেশে ছাত্র হত্যার প্রতিবাদে জার্মানির বার্লিনে মহাসমাবেশ

বাংলাদেশে চলমান আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালিয়ে শত শত ছাত্র, সাংবাদিক ও সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে জার্মানির রাজধানী বার্লিনে মহাসমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।

জার্মানির বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি, ও জার্মান সচেতন নাগরিক একত্রিত হয়ে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। 

দল-মত নির্বিশেষে সকল পেশার মানুষ এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। 

বুধবার (২৪ জুলাই) বার্লিনের প্রাণকেন্দ্র জার্মান চ্যান্সেলারির সামনে বিকেল পাঁচটায় পূর্বঘোষিত কর্মসূচী শুরু হওয়ার আগেই কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে। পরে মহাসমাবেশটি লোকে লোকারণ্য হলে কোটা শহিদদের প্রতি এক মিনিট নীরবতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। দেশে নির্যাতিত পরিবারের বর্ণনা দেন অনেকে। শিশু-কিশোরদের মুখেও শোনা যায় নির্যাতনের করুণ ইতিহাস। কবিতা আবৃতিও করেন প্রতিবাদকারীরা।

দেশে কোটা আন্দোলনে নিহতদের ছবি সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করে জাতীয় পতাকা উড়িয়ে স্লোগানে স্লোগানে মুখরিত এই প্রতিবাদ সভা থেকে অবিলম্বে ছাত্রদের উপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করার জোর দাবী জানান প্রতিবাদকারীরা।

সমাবেশে সাধারন শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাকারী ও হামলার হুকুমদাতাদের অবিলম্বে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবী জানান। বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাসহ সকল যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার তীব্র প্রতিবাদও জানান তাঁরা। 

আন্দোলনকারীদের বিরুদ্ধে আনা সকল মিথ্যা মামলা প্রত্যাহার, কার্ফিউ প্রত্যাহার, সেনাবাহিনী প্রত্যাহারের দাবী জানান তারা। এছাড়াও সরকারের আইন-শৃঙ্খলা ব্যর্থের জন্য পদত্যাগের দাবী রাখেন প্রতিবাদকারীরা।