জার্মানির রাজধানী বার্লিনে ছাত্রদের আনন্দ র্যালী
দেশে দীর্ঘ দিন ধরে ছাত্রদের কোটা আন্দোলন সামাল দিতে না পেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আজ। তাই দেশে-বিদেশে সবাই মেতে উঠেছে আনন্দে। এরই অংশ হিসেবে সাময়িক সিদ্ধান্তের ভিত্তিতে অনেকেই জড় হয় জার্মানির রাজধানীতে।
পূর্বে নির্ধারিত মানববন্ধনের অনুমোদিত সময় ও জায়গায় (জার্মান চ্যাঞ্চেলরের কার্যালয়ের সামনে) আজ (৫ই আগস্ট) বিকেল থেকেই শুরু হয় বার্লিন ও আশেপাশের শহরের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আনাগোনা। ধীরে ধীরে শতাধিক বাংলাদেশী যুক্ত হয় এই অনুষ্ঠানে। যেহেতু ছাত্রদের দাবী পূরন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে তাই তারা আনন্দ র্যালী করে।
আনন্দ র্যালীর শুরুতে বিভিন্ন স্লোগান শুনতে পাওয়া যায়। তারা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন।
পরে তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী দেশ পুনর্গঠনে বলিষ্ঠ ভুমিকা রাখার আহ্বান করেন।