ঢাকা   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিডিএমজি-র উদ্যোগে

বার্লিনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রবাস

সুমন আকরাম, বার্লিন

প্রকাশিত: ০১:০৭, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:৪০, ১৬ ডিসেম্বর ২০২৪

বার্লিনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিডিএমজি-র উদ্যোগে বার্লিনে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জার্মানির বার্লিনে স্টুডেন্ট ও চাকরি প্রত্যাশীদের নিয়ে কর্মশালা আয়োজন করেছে বাংলা ডয়েচ মুসলিম গেমাইনশাফট (বিডিএমজি)।  

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ২টায় বার্লিনের একটি কালচারাল সেন্টারে শুরু হওয়া এ কর্মশালা চলে চার ঘণ্টাব্যাপী। এতে শতাধিক শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি মুসলিম ব্যক্তিরা অংশ নেন।  

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জার্মানির মতো অমুসলিম দেশে কীভাবে সহজে চাকরি পাওয়া যায়, হালাল উপায়ে জীবনযাপন করা যায়, এবং কর্মক্ষেত্রের পাশাপাশি নিজেকে ইসলামী পথে পরিচালিত রাখা যায়—এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কর্মশালায় ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রকে ইসলামের আলোকে পরিচালিত করার বিষয়ে আলোকপাত করা হয়।

 

কর্মশালা পরিচালনা করেন কটবুস শহর থেকে আগত মোঃ সাইফুল ইসলাম। বিশেষ বক্তব্য রাখেন আহসান হাবিব, রাকিবুল হাসান সোহাগ এবং আদনান আব্দুল হাই।  

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার উদ্বোধনী বক্তব্য দেন বিডিএমজি সভাপতি শহিদ আহমেদ। তিনি কর্মক্ষেত্রে অফিসিয়াল দায়িত্ব পালনের পাশাপাশি নামাজ ও অন্যান্য ইসলামী কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সংগঠনের সেক্রেটারি মোশাররফ হোসেন মোল্লা সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের পরিচিতি তুলে ধরেন।  

কর্মশালার মাঝে অংশগ্রহণকারীদের জন্য নাস্তা ও খাবারের ব্যবস্থা ছিল। কর্মশালার শেষ অংশে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং তাদের জবাব দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত হবে এবং জনকল্যাণমূলক বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করবে।  

বিডিএমজি সম্পর্কে:  
বিডিএমজি বার্লিনে বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটির একটি নিবন্ধিত স্থানীয় সংগঠন। এর লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, নিঃস্বার্থভাবে মানবতার সেবা করা, এবং সামাজিক ও নৈতিকভাবে মুসলিমদের সক্রিয় করে একটি ন্যায়সংগত সমাজ গঠন করা। সংগঠনটি মানুষের মধ্যে বন্ধন তৈরির পাশাপাশি এমন একটি সমাজ গঠনের স্বপ্ন দেখে, যা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।