
বার্লিনে বাংলাদেশিদের আয়োজনে খোলা মাঠে ঈদের নামাজ
বিদেশের মাটিতে বসবাস করলেও প্রবাসীরা কখনো ভুলে যান না নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি একত্রিত হন মিলনমেলায়, ভাগ করে নেন এক মাস রোজার পর অর্জিত আত্মশুদ্ধির আনন্দ। দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও ঈদের সেই চিরচেনা আমেজ, খুশির উদ্দীপনা এবং সম্প্রীতির আবহ তৈরি করতে পিছিয়ে থাকেন না প্রবাসীরা। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি।
মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন। রোববার (৩০ মার্চ) দেশটির বিভিন্ন শহরের মসজিদ, হলরুম এবং খোলা মাঠে আয়োজন করা হয় ঈদের নামাজ।
জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের একাধিক জামাত। তবে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে টেম্পেলহফ এলাকার খোলা মাঠে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের নামাজ। সম্পূর্ণ দেশীয় আদলে আয়োজিত এই জামাতে অংশ নেন শতাধিক প্রবাসী বাংলাদেশি মুসল্লি।
স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে মুফতি মোস্তাফিজুর রহমানের ইমামতিতে দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন উপস্থিত মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। এরপর মুসল্লিদের মাঝে পরিবেশন করা হয় নানা রকম দেশীয় মিষ্টান্ন, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
এছাড়া বার্লিনের দারুল ইহসান মসজিদ, আল উম্মাহ মসজিদসহ অন্যান্য মুসলিম কমিউনিটির মসজিদগুলোতেও একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজে অংশ নেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত জুলকার নাইন। রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং প্রবাসে বাংলাদেশের ঐক্য ও ভাবমূর্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বার্লিন ছাড়াও মিউনিখ, ফ্র্যাঙ্কফুর্ট, কোলন, হামবুর্গ, ডর্টমুন্ড, স্টুটগার্ট এবং ড্রেসডেনসহ জার্মানির প্রায় সব শহরেই প্রবাসী বাংলাদেশিরা আয়োজন করেন ঈদের নামাজ। প্রতিটি জামাতেই দেশবাসী, প্রবাসী এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও ঐক্যের জন্য দোয়া করা হয়।