ঢাকা   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬

খাগড়াছড়িতে মানসম্পন্ন ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে মানসম্পন্ন ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ  শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এর তত্ত্বাবধানে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এর অর্থায়নে এগ্রি বিজনেস এডুকেশন এন্ড রিসার্চ ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এই প্রশিক্ষণ সোমবার (১৪ নভেম্বর) সম্পন্ন হয়। ইরি এগ্রো প্রকল্পের অধীনে মহিলা কৃষকদের নিয়ে গঠিত গ্রুপের সকল কৃষকের প্রশিক্ষণ প্রদান করেন খাগড়াছড়ি জেলার বীজ প্রত্যয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কৃষিবিদ জহির আহমেদ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকগণ মানসম্পন্ন ধানের বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়ে নিজেদের উৎপাদিত ধানের বীজ যথাযথভাবে সংরক্ষণ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইতপূর্বে তারা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট থেকে এ ধরনের প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের ধানের বীজ সংরক্ষণ করতে সম্মত হয়েছিলেন। কৃষকরা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ( ইরি) এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসারের নিকট হতে প্রাপ্ত প্রশিক্ষণ হতে ধান উৎপাদনে আরো যত্নবান ও বীজ সংরক্ষণ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে বলে আশ্বস্ত করেছেন। জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ জহির আহমেদ (অতিরিক্ত দায়িত্ব) আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই ধরনের প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্ট থাকার জন্য (ইরি) এর ভ্রুয়সি প্রশংসা করেন। তিনি বলেন, "আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ( ইরি) বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে এদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছে মানসম্পন্ন বীজ উৎপাদন খাদ্য উৎপাদনের জন্য অপরিহার্য। তিনি তাদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং একই সাথে খাগড়াছড়ি জেলা বীজ প্রত্যয়ন অফিস থেকে সকল ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদানে সম্মত হোন।" কৃষকরা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করতে আয়োজকদের প্রতি অনুরোধ করেন।