নরসিংদিতে কলা চাষে জনপ্রিয় হচ্ছে দলগত কার্যক্রম
নরসিংদির কৃষিখাতে একটি নতুন মাত্রা যুক্ত করেছে গ্রুপ ভিত্তিক কার্যক্রম। বিশেষত, কলা চাষে খামারের কাজগুলো আরও সহজ, সাশ্রয়ী ও কার্যকর করতে কৃষকরা দলগতভাবে কাজ শুরু করেছেন।
এই পদ্ধতি খরচ কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াচ্ছে, যা কৃষকদের জন্য আয়ের একটি টেকসই উৎস হয়ে উঠেছে। মুলত শ্রমিকের ঘাটতি,যান্ত্রিকিকরন,উন্নত জাতের চাষ,সঠিক বাজার মুল্য পাওয়ার জন্য কৃষকরা এই দলগত কার্যক্রমে ঝুকছে।
গ্রুপ ভিত্তিক কার্যক্রমের কাজের ধরণ
গ্রুপ কার্যক্রমের আওতায় নরসিংদির কলা চাষিরা খামারের বিভিন্ন কাজ দলবদ্ধভাবে সম্পন্ন করছেন। এসব কাজের মধ্যে রয়েছে:রোগ মুক্ত চারা ক্রয়,জমি প্রস্তুতি,জমি চাষ, চারা রোপণ,সেচ ব্যবস্থাপনা,ফসলের যত্ন ও রোগ দমন,ফসল সংগ্রহ পরিবহন ও বাজারজাতকরন ।
কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার
আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমন পাওয়ার টিলার, সেচ পাম্প, এবং স্প্রে মেশিন ব্যবহারের মাধ্যমে কাজ আরও গতিশীল হয়েছে। গ্রুপের সদস্যরা এসব যন্ত্র যৌথভাবে ব্যবহার করে ব্যয় কমিয়ে এনেছেন।
উৎপাদন ও আয়ের উন্নতি
এ ধরনের কার্যক্রমে উৎপাদনশীলতা বেড়েছে। মনোহরদীর এক গ্রুপের চাষি আলমগীর হোসেন জানান, "আমাদের দলগত কাজের ফলে খরচ কমেছে এবং গত বছর প্রায় ৩০% বেশি লাভ হয়েছে।" একইভাবে শিবপুরের একটি কৃষক দল প্রায় ১৫ একর জমিতে কলা চাষ করে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে।
বাজারজাতকরণের সুবিধা
গ্রুপ ভিত্তিক কার্যক্রমের একটি বড় সুবিধা হলো একত্রে বাজারজাতকরণ। একক কৃষকরা যেখানে ফসল বিক্রিতে কম দাম পেতেন, সেখানে গ্রুপ সদস্যরা বড় পরিমাণে ফসল একত্রে বিক্রি করে ভালো দাম পাচ্ছেন।
কৃষকের মতামত
খামারের কাজ সহজ হওয়ায় কৃষকদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। চাষি হারুন অর রশিদ বলেন, "একসঙ্গে কাজ করলে সময়, শ্রম এবং খরচ তিনটাই কমে।" আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, "গ্রুপ কার্যক্রম আমাদের সফলতার পথ দেখিয়েছে। এখন আমরা সবাই আরও বড় আকারে কাজ করতে আগ্রহী।"