প্রতিবছরের সেপ্টেম্বর মাসে নতুন আইফোন উন্মোচন করে থাকে অ্যাপল। ২০১২ সাল থেকে শুরু করে কখনোই এর ব্যতিক্রম ঘটেনি। তবে করোনা মহামারির কারণে এ বছর অ্যাপলপ্রেমীদের উৎসবের মাস সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা আসেনি।
জানা গেছে, আগামী ১৩ অক্টোবর সেই প্রত্যাশিত দিন। এনডিভির খবরে বলা হয়েছে, ‘হাই স্পিড’ স্লোগানে আগামী ১৩ অক্টেবর একটি ভার্চুয়াল ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে অ্যাপল। জোড় গুঞ্জন রয়েছে, এই ইভেন্টেই অ্যাপল তাদের নতুন আইফোন ১২ সিরিজ উন্মোচন করতে পারে।
এ বছর মোট ৪টি আইফোন আনতে পারে অ্যাপল: আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো।
যা থাকছে আইফোন ১২ তেঃ
আইফোন ১২ ও আইফোন ১২ ম্যাক্সে ডুয়েল ক্যামেরা সেটআপ ও অন্য দুটি মডেলে তিন ক্যামেরা সেটআপ থাকবে। অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের অনুষ্ঠানটি অ্যাপলের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি উপভোগ করা যাবে।
২০০৭ সাল থেকে অ্যাপলের আইফোন সমূহঃ
2007 – আইফোন
2008 – আইফোন 3 জি
2009 – আইফোন 3 জিএস
2010 – আইফোন 4 (নতুন ডিজাইন)
2011 – আইফোন 4 এস
2012 – আইফোন 5 (নতুন ডিজাইন)
2013 – আইফোন 5 এস এবং আইফোন 5 সি
2014 – আইফোন 6 এবং আইফোন 6 প্লাস (নতুন ডিজাইন)
2015 – আইফোন 6 এস এবং আইফোন 6 এস প্লাস
2016 – আইফোন 7 এবং আইফোন 7 প্লাস
2017 – আইফোন 8, আইফোন 8 প্লাস এবং আইফোন এক্স (নতুন ডিজাইন)
2018 – আইফোন এক্সআর, আইফোন এক্সএস এবং আইফোন এক্সএস ম্যাক্স
2019 – আইফোন 11, আইফোন 11 প্রো এবং আইফোন 11 প্রো ম্যাক্স