তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচে জিততে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ ব্যবধানে।
কোলনে নিজেদের মাঠে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত মিনিটে অধিনায়ক হুলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় জার্মানরা। বিরতি থেকে ফিরে ৪৯তম মিনিটে তুরস্ককে সমতায় ফেরান ওজান টুফান। ৫৮তম মিনিটে আবারও জার্মানিকে লিড এনে দেন ফ্লোরিয়ান নিউহস। তাদের দু’টি গোলেই অ্যাসিস্ট করেন চেলসির নতুন তারকা কাই হাভাৎর্জ।
কিন্তু এবারও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়নরা। ৬৭তম মিনিটে ইফেকান কারাকার গোল আবারও সমতায় ফেরে তুরস্ক। ৮১তম মিনিটে লুকা ওয়াল্ডমিডটসের গোলে জয়ের পথেই হাটতে থাকে জোয়াকিম লোর দল।
কিন্তু অতিরিক্ত সময়ে তাদের স্বপ্ন ভেস্তে দেন কেনান কারামান। দ্বিতীয়ার্ধের যোগ করা চতুর্থ মিনিটে গোল করে জার্মানদের জয়ের স্বপ্ন মলিন করে দেন।
ম্যাচটিতে জার্মানির স্কোয়াডে ছিলেন না তাদের নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও সের্গে নাব্রি। এই দুই বায়ার্ন তারকাকে আসন্ন নেশন্স লিগের জন্য বিশ্রাম দিয়েছেন কোচ লো। ২০১৪ বিশ্বকাপজয়ীরা শনিবার (১০ অক্টোবর) ইউক্রেন সফরে যাবে। এরপর লোর দল মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।