পর্তুগালের নেওয়া দু’টি শট ক্রসবারে না লাগলে ফলাফলটা অন্যরকমও হতে পারতো। ফলে স্পেনের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
দ্বিতীয়ার্ধে জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদো এবং রেনেতো সানচেজের শটে বাধা হয়ে দাঁড়ায় স্পেনের গোলপোস্ট। তবে তার আগে প্রথমার্ধে পর্তুগিজদের ওপর ছড়ি ঘোরায় স্প্যানিশরা। কিন্তু লিডস ইউনাইটেডের রদ্রিগো-দানি ওলমোরা সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে ম্যাচটি গোলশূণ্যই রয়ে যায়।
স্পোর্টিং লিসবনের ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ম্যাচটি খেলা হয় ২৫০০ হাজার দর্শকের সামনে।