মহামারি করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে।
সীমিত পরিসরে আগামী ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। তবে বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেয়া হবে।