সারাদেশে সংগঠিত ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের শাস্তি দাবি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় “আমাদের গাইবান্ধা” সংগঠনের ডাকে ধর্ষণ বিরোধী মানববন্ধন করেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টা থেকে শুরু হওয়া গাইবান্ধা শহীদ মিনার চত্বরের এই বিশাল মানববন্ধনে যোগ দেন অত্র অঞ্চলের ছোট-বড় প্রায় ৩০টি সংগঠনের জনশক্তি। তার মধ্যে উল্লেখযোগ্য সংগঠনগুলো হল “আমাদের গাইবান্ধা”, “রক্তযোদ্ধা ফাউন্ডেশন”, “মৈত্রেয়”, “রুধির”, “উদ্যোগ গাইবান্ধা”, “ব্লাড ডোনার্স ইন গাইবান্ধা”, “ব্রাদারহুড অব কামারজানী” ইত্যাদি। সবার লক্ষ্য একটাই, ধর্ষকদের বিচার দাবি।
শহর এবং গ্রাম থেকে আসা সকল প্রত্যয়ী যুবক-যুবতীরা ধর্ষণবিরোধী প্ল্যাকার্ড, পোস্টার, ব্যানার, প্রতিকৃতি বহন করেছেন। ধর্ষণের প্রতিবাদে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আসিফ সরকার, আমাদের গাইবান্ধা সংগঠনের সভাপতি মোঃ সায়হাম রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুসাভভির রহমান রিদিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন অংশগ্রহণকারীরা , ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁয় নাই’ , ‘We want justice, Kill the rapist’ , ‘প্রতিবাদের আগুন মুখে, ধর্ষকদের দাও রুখে’ , ‘আমিই নারী, আমিই দেশ, চাই নিরাপদ বাংলাদেশ’, ‘ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেয়।
মানববন্ধন যোগদানকারীরা ধর্ষণের সঙ্গে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান।