গত (বৃহস্পতিবার) ০৮/১০/২০২০ ইং তারিখে নোয়াখালীর (হাতিয়ার) নিজ বাড়ি থেকে চিকিৎসার জন্য চট্রগ্রাম যাওয়ার জন্য বাবা আবদুর রহমানের সাথে সোনাপুর এসেছিলেন জান্নাতুল ফেরদৌস নাছরিন (২২)।
তার বাবা জানান দুপুর একটার দিকে তারা সোনাপুর এসে পৌছান। মেয়ে হটাৎ করে অসুস্থ বোধ করায় তিনি তাকে বাস কাউন্টারের সামনে রেখে ফার্মেসিতে ঔষধ কিনতে যান। দ্রুত ঔষধ কিনে এসে দেখেন রেখে যাওয়া স্থানে মেয়ে নেই ।
চারদিকে খোজাখুজি করে ও আর মেয়ের কোন সন্ধান পাননি তিনি। উপস্থিত অনেকেই খোজাখুজি করেন কিন্তু তারা ও কোন হদিস দিতে পারেন নি। অনেক মানুষের মাঝ থেকে দিনে দুপুরে একজন ব্যক্তি এভাবে নিখোজ হওয়াকে অনেকে আশ্চর্য জনক ঘটনা হিসেবে দেখছেন। বিশেষ করে সোনাপুর শহরে এমন ঘটনা বিরল ।
নিখোজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঐ দিনই নোয়াখালী সদর থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে । জিডি নং : ৪৪৮ । তাকে উদ্বারে তার পরিবারের পাশাপাশি বিভিন্ন শ্রেনি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছে । কিন্তু দুঃখের বিষয় নিখোঁজের চারদিন পরে ও তার কোন সন্ধান পাওয়া যায় নি ।
সম্প্রতি তাকে পাওয়া গিয়েছে বলে যে খবর প্রকাশ পেয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও গুজবের বহিঃপ্রকাশ। এধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ।
তাকে খুঁজে পেলে পরিবারের পক্ষ থেকে তা সকল কে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তার পরিবার। তাঁর সন্ধানে পরিবার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন ।
কেউ সন্ধান পেলে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে :
নাম: আবদুর রহমান (পিতা )
গ্রাম : জোড়খালী ( ৮নং বুড়িরচর ইউনিয়ন )
থানা : হাতিয়া
জেলা : নোয়াখালী
মোবাইল নং : 01319-076734 / 01715-000185/ 01843225141