চুক্তি নবায়নে বার্সেলোনার প্রস্তাব মেনে নেয়নি উসমান দোম্বেলে। উল্টো নিজেদের উচ্চাশা জানিয়েছিলেন দেম্বেলে ও তাঁর এজেন্ট মুসা সিসোকো। সে প্রস্তাব বার্সেলোনার এতটাই অপছন্দ হয়েছে যে তাঁকে সরাসরি ক্লাব থেকে বের হয়ে যেতে বলেছে।
গতকাল কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের স্কোয়াডে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে বাদ দিয়েছিলেন বার্সা কোচ। এতে পরিষ্কার ভাষায় ইঙ্গিত দিয়েছেন এ ব্যাপারে যে দোম্বেলে কে আর রাখতে চায়না বার্সা।
Ousmane Dembele has been told to leave Barcelona immediately 😳 pic.twitter.com/lPsgDhyGJe
— ESPN FC (@ESPNFC) January 20, 2022
আগামী ৩০ জুন বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হবে দেম্বেলের। মৌসুমের শুরু থেকেই তাঁর চুক্তি নবায়নের চেষ্টা করে আসছিল বার্সা কিন্তু তাতে ঠিকঠাক সাড়া দেয়নি দেম্বেলে এবং তার এজেন্ট।
দেম্বেলের চাহিদা মোতাবেক বেতন চাইছিলেন বছরে করসহ চার কোটি! আর বার্সেলোনা সে প্রস্তাবে রাজি হয়নি বরং কমাতে বলেছিল বেতন। উল্টো আরো ৬ মাস বসিয়ে রাখার হুমকি ও দিয়েছিল বার্সা কিন্তু তাতে কোন কাজ হয়নি।