বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাগাম টানতে যাচ্ছে ফেইসবুক-ইউটিউব-ওটিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক, ভিডিও শেয়ারিং মাধ্যম ইউটিউব ও ওভার দ্য টপ (ওটিটি)র ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করতে যাচ্ছে বিটিআরসি।
সম্প্রতি তাদের ওয়েবসাইটে এ নীতিমালার একটি খসড়া প্রকাশ করেছে।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানিয়েছে, উচ্চ আদালতের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল মাধ্যম ও ওটিটি মাধ্যমের বিষয়ে একটি প্রবিধানের খসড়া তৈরি করা হয়েছে।
প্রবিধানটির খসড়াতে বলা হয়েছে, ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলোকে বাংলাদেশে কর্মী নিয়োগ করতে হবে, সশরীর যোগাযোগের ঠিকানা থাকতে হবে, অভিযোগ নেয়া ও নির্দিষ্ট সময়ে তা নিষ্পত্তি করতে হবে।
এছাড়াও আদালত ও বিটিআরসি নির্দেশ দিলে নির্দিষ্ট কনটেন্ট ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে হবে।
বর্তমানে বিটিআরসিকে ফেইসবুক বা ইউটিউবের মতো মাধ্যমগুলো থেকে কোনো কনটেন্ট মুছতে তাদের ওপরই নির্ভর করতে হয়। এতে করে লক্ষ্য করা যায় নির্দেশনার পরও যথাযথ সময়ে কনটেন্ট সরানো হয় না। সরানোর বিষয়টি পুরোটাই নির্ভর করে সংশ্লিষ্ট মাধ্যমের নিজস্ব নীতিমালার ওপর। মূলত এসবের পরিপ্রেক্ষিতেই একটি প্রবিধানের খসড়া তৈরির নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
খসড়াটি তৈরির সময় ভারত, সিঙ্গাপুর, ইংল্যান্ড, মালয়েশিয়া ও থাইল্যান্ডের নীতিমালাগুলো দেখা হয়েছে। উল্লেখ্য, খসড়াটি নিয়ে মতামত দেয়ার শেষ সময় আগামীকাল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি)।