মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি সেক্রেটারি স্টিফেন এডওয়ার্ড বিগান তিনদিনের সফরে আজ বুধবার বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এক বিশেষ বিমানে ঢাকায় আসার কথা রয়েছে তার।
স্টিফেন বিগান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মাইক পম্পেওর পরই তার অবস্থান। নিকটতম সময়ে যুক্তরাষ্টের কোন উচ্চপদস্থ কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর।
এক বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয়, তিন দিনের এই সফরে সেক্রেটারি বিগান বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একটি অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিক সম্পর্ক তৈরিতে এক অভিন্ন পরিকল্পনা করবেন এবং কভিড-১৯ মোকাবেলা এবং এক ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশকে সহায়তা করবেন।
বিজ্ঞপ্তি আরো উল্লেখ করা হয়, বিগান বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার এই সফরে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।