যুক্তরাষ্ট্র থেকে ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। দেশে এসে প্রথমেই করোনা টেস্ট করিয়েছেন কিন্তু পরীক্ষায় পরপর দুইবার পজিটিভ হয়েছেন।
সব ঠিক থাকলে আগামীকাল চট্টগ্রামে টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার কিন্তু এখন তাকে এখন ঢাকার বাসায় আইসোলেশনে থাকতে হবে পরবর্তীতে নেগেতিভ না আসা পর্যন্ত।
আগামি ১৫ মে অনুষ্ঠেয় চট্টগ্রাম টেস্ট শ্রীলঙ্কার বিপক্ষে আপাতত তাই খেলা হচ্ছে না সাকিবের। বিষয়টি বিসিবির চিকিৎসকরা জানিয়েছেন যে গতকাল দেশে এসে করোনা টেস্টে পজেটিভ হয়েছেন সাকিব। আপাতত নিজের বাসায় আইসোলেশনে আছেন আর এই পরিস্থিতে তার প্রথম টেস্টে খেলা হচ্ছে না।
বাংলাদেশের বর্তমান করোনানীতি অনুযায়ী সাকিবকে অন্তত পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর করোনা টেস্টে নেগেটিভ আসলে ২৩ মের মিরপুর টেস্টে সাকিবের টেস্ট প্রত্যাবর্তন হবে।