এক টেস্টে শুন্যের রেকর্ডে বাংলাদেশের অবস্থান এখন সবার উপরে। এক ইনিংসে ছয় ব্যাটসম্যানের শূন্য পাওয়ার পাঁচটি অতীত ‘কীর্তি’ ছিল। শুনতে ভালো না লাগলেও তার মধ্যে একটি রেকর্ডের বাংলাদেশের নাম জ্বলজ্বল করে। আজ সেই রেকর্ডের কীর্তিতে নতুন করে আরো একবার নাম লিখিয়ে বিশ্ব রেকর্ড করতে পারল বাংলাদেশ।
এক ইনিংসে ছয় বা এর বেশি ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর সবচেয়ে বেশি রান তুলেছে বাংলাদেশ। আজ সহ টেস্টে এমন বিরল দৃশ্য দেখা গিয়েছে ছয়বার।
ইনিংসের মাত্র দ্বিতীয় বল থেকেই শুরু এই শুন্যের মহড়া। মাহামুদুল হাসান জয় কে দিয়ে শুরু এবাদতে শেষ। তবে শুন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি বল খেলেছেন এবাদত হোসেন। আউট হওয়ার আগে তিনি খেলেছেন ২০ বল যদিওবা এর আগেও ২ বার আউট হয়েও রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিল এবাদত।
ইনিংসে পাঁচ ব্যাটসম্যান শূন্য রানে আউট হওয়ার পর সর্বোচ্চ রানের রেকর্ডে তিনে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ, শীর্ষে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে সেঞ্চুরিয়নে ৪২৯ রান তুলেছিল স্বাগতিক দল। দুইয়েও তারা। ১৯৩৮ সালে জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯০ রান করেছিল তারা।