বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়ার সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি । প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের দুইজন সহকারীর একজন হিসেবে পূর্ণকালীন মেয়াদে যোগ দিয়েছেন ভেট্টোরি। ব্রেন্ডন ম্যাককালামের পর এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটের বড় পদে ভেট্টরি।
বাংলাদেশে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করা ভেট্টোরি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছিলেন বেঙ্গালুরুর মূল কোচ। তখনই ম্যাকডোনাল্ডকে নিজের কোচিং দলে পেয়েছিলেন ভেট্টোরি।
বলা হচ্ছে, ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতাই অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগের ক্ষেত্রে সাহায্য করেছে ভেট্টোরিকে। শুধু তাই নয়, বেঙ্গালুরুর জার্সি গায়েও সতীর্থ ছিলেন ভেট্টোরি-ম্যাকডোনাল্ড।
ভেট্টোরি ও বোরোভেচ ছাড়াও ম্যাকডোনাল্ডের কোচিং দলের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যাটিং কোচ মাইকেল দি ভেনুতো, স্পিন কোচ শ্রী শ্রীরাম ও সাবেক বোলার ক্লিন্ট ম্যাকাই।