সারাদেশে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস রংপুর সদর উপজেলার ব্যবস্থাপনায় এবং প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) বাংলাদেশ স্কাউটস এর অর্থায়নে রংপুর কাচারী বাজারস্থ জেলা স্কাউট ভবন সভা কক্ষে ২৫ মে বুধবার ৫৪৮ তম এবং ২৬মে বৃহস্পতিবার ৫৪৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
৫৪৮ ও ৫৪৯ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে রংপুর সদর উপজেলা সহজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বুধবার অনুষ্ঠিত ৫৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডারের দ্বায়িত্বে ছিলেন বাংলাদেশ স্কাউটস রংপুর জেলার সহকারি পরিচালক সুধীর চন্দ্র বর্মন-এএলটি এবং বৃহস্পতিবার ৫৪৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার হিসেবে ছিলেন স্কাউটার মোঃ মতিয়ার রহমান খন্দকার-এএলটি।
কোর্স দুটিতে প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুল আলম প্রামাণিক-এলটি, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার স্কাউটার মোঃ সিদ্দিকুর রহমান-এলটি, স্কাউটার আলেয়া খাতুন-এলটি, রংপুর জেলার সহকারি পরিচালক স্কাউটার সুধীর চন্দ্র বর্মন-এএলটি, রংপুর জেলা স্কাউটের সম্পাদক মোঃ আব্দুর রহিম-সিএএলটি সম্পন্নকারী, জেলা কাব লিডার মোছাঃ শামীম আরা সীমা-এলটি, জেলা স্কাউট লিডার স্কাউটার মোঃ রফিকুল হোক বাবু-সিএএলটি সম্পন্নকারী।
২৬ মে বৃহস্পতিবার সকালে ৫৪৯তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ও কোর্স পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও রংপুর সদর উপজেলা স্কাউটের সভাপতি মোছাঃ নুর নাহার বেগম, এসময় আরও বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ শামসুল আলম, উপজেলা স্কাউট কমিশনার তৌহিদা খাতুন সহ স্কাউট নেতৃবৃন্দ।
কোর্স দুটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীবৃন্দ আগমিতে স্কাউটের বেসিক কোর্সে অংশগ্রহণ করে নিজ প্রতিষ্ঠানের স্কাউট দল পরিচালনায় অগ্রনী ভূমিকা পালন করবে।