জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) “অগ্নিবিণার শতবর্ষ” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার।
বৃহস্পতিবার (২৬ মে) তিন দিনব্যাপী আয়োজিত নজরুল জন্মজয়ন্তীর শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷ এছাড়াও ‘অগ্নিবীণার শতবর্ষ’ উপলক্ষে অনুষ্ঠিত হয় আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও যাত্রাপালা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। সেমিনারে ‘ অবিনাশী অগ্নি-বীণা: প্রসঙ্গ মিথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. তারানা নুপুর, ‘অগ্নি-বীণা কাব্যের বিষয় প্রসঙ্গ: শতবর্ষে প্রাসঙ্গিকতা’ প্রবন্ধ উপস্থাপন করেন ড. শামসুজ্জামান মিলকি।
এছাড়াও আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নজরুল বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দেশে বিদেশি অধ্যাপকদের নজরুল বিশ্ববিদ্যালয়ে আগমন ও সেমিনারগুলোতে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহণের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব মো. নজরুল ইসলামের প্রতিও তার ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সেমিনার শেষে গাহি সাম্যের গান মঞ্চে সন্ধ্যায় আবৃত্তি, সংগীত ও শিক্ষকদের অংশগ্রহণে যাত্রাপালা ‘মধু-মালা’ পরিবেশনা করা হয়।