জার্মান সরকার প্রদত্ত বিশেষ সুবিধা ৯ ইউরোতে পুরো দেশ ভ্রমণের প্যাকেজ শুরু হচ্ছে আজ (০১ জুন) থেকে। আগামী তিন মাস জার্মানির যেকোন শহরের যেকোন পরিবহন ব্যবহারের সুবিধা পাওয়া যাবে এই ৯ ইউরোর টিকেট কেটে। তবে দ্রুতগামী কিছু পরিবহনে এই টিকেট কার্যকর হবে না।
এই ৯ ইউরোর টিকেট ক্রয় করা যাবে অনলাইন কিংবা অফলাইন উভয় উপায়েই। যেকোন টিকেট কাউন্টার বুথ থেকে নগদ ইউরো/কার্ড ব্যবহার করে টিকেট কাটা যাবে। এছাড়া অনলাইনে টিকেট ক্রয় কিংবা টিকেট সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে জার্মানির ডয়চে বানের ওয়েবসাইটে ।
এর আগে গতমাসের ২০ তারিখে দেশটির সংসদে এ বিষয়ে একটি বিল পাস হয়। যেখানে উল্লেখ করা হয়, জুন, জুলাই ও আগস্ট এই তিন মাস জার্মান নাগরিক ও দেশটিতে অবস্থানরত বিদেশিরা ৯ ইউরো ব্যয়ে টিকিট কাটতে পারবেন। সে ক্ষেত্রে তিন মাসের জন্য একজন যাত্রীর খরচ হবে ২৭ ইউরো। মানে প্রতি মাসে একটি টিকেট কিনতে হবে।
জার্মানিতে ভ্রমণরত পর্যটকরাও এ সুবিধা পাবেন। এই টিকিট ব্যবহার করে জার্মানিরা দেশটির যেকোনো প্রান্তে ভ্রমণ করতে পারবেন তারা। যেকোনো গণপরিবহনে পাওয়া যাবে এই সেবা।
এছাড়া দেশটিতে বসবাসরত ছাত্র-ছাত্রিরা তাদের স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করে এই ৯ ইউরো টিকেট ছাড়াই একই সুবিধা ভোগ করতে পারবেন।
জার্মান সরকার আসলে জনগণকে গণপরিবনে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে। তবে এ জন্য সরকারের ব্যয় হবে অতিরিক্ত ২৫০ কোটি ইউরো।
সরকারের এই উদ্যোগ একটি পরিবেশবান্ধব কর্মসূচি হিসেবে দেখছেন বিশেষজ্ঞগণ। দেশটির পরিবহনমন্ত্রী ফোলকার ভিসিং বলেন, যারা গণপরিবহন ব্যবহার করেন, তাদের সবাই রাশিয়ার থেকে আসা তেলের ওপর নির্ভরতা কমাচ্ছে। সেই সঙ্গে পরিবেশের সুরক্ষায়ও তারা অবদান রাখছেন।