১৭ জুন-২২, বাংলাদেশ সময় রাত ৯টায় (জার্মান সময় বিকেল ৫টায়) বিডিটোনের উদ্যোগে একটি সাংবাদিক মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিডিটোন২৪.কমের সম্পাদক মোঃ শামসুল আকরামের সভাপতিত্ব জার্মানি থেকে ভার্চুয়ালি পরিচালনা করেন পত্রিকার ক্রিয়েটিভ সম্পাদক মোঃ আনাস।
নিজস্ব সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং বিডিটোন২৪.কমকে দেশসেরা ও আন্তর্জাতিক মানের গণমাধ্যম হিসেবে এগিয়ে নেওয়ার অংশ হিসেবে অনলাইনে সংবাদকর্মীদের সাথে নিয়মিত দিকনির্দেশনা ও প্রশিক্ষণমূলক সাংবাদিক মিট-আপের আয়োজনের অংশ ছিল ইহা।
উক্ত মিট-আপে সংবাদকর্মীদের মতামত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মোঃ সোয়ায়েব ফরহাদ মীম, আবু সাদাত, বাচ্চু শেখ, রায়হান মিয়াসহ বিডিটোন২৪.কমের অন্যান্য ব্যক্তিবর্গ।