রানীনগর ব্লাড ডোনার ক্লাব (RBDC) এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ফ্রি হেলথ্ ক্যাম্প ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে অবহেলিত মানুষদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরবিডিসি।
“রক্তের বন্ধনে গড়ি নতুন সমাজ” এই স্লোগানে আরবিডিসির ফ্রি হেলথ্ ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আওতায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। সাথে ছিল ফ্রি ওষুধ বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপ চেক আপ সহ অন্যান্য সেবা সমূহ।
গতকাল ১৯শে অক্টোবর, বিল কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে প্রথম দিনের ইভেন্টে ব্লাড টেস্ট করা হয় ৩৫৪ জনের ও মেডিকেল চেকআপ করা হয় ২৫৬ জনের।
আজ ২০শে অক্টোবর, রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের ইভেন্ট। এখানে ব্লাড টেস্ট করা হয় ২৪৬ জনের ও মেডিকেল চেকআপ করা হয় ২৬৭ জনের।
সব মিলিয়ে দুই দিনে সকলের প্রচেষ্টায় রানীনগর ব্লাড ডোনার ক্লাব এর ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।