ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ডিজিটাল না হলে করোনা ভাইরাসের সময়ে অনেক সংকটে পড়তো। আজ সব কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে হচ্ছে, সকলের হাতে হাতে ইন্টারনেট। এমন পরিস্থিতিতে শিক্ষা কর্মসূচি, পাঠদান, চাকুরি নিয়োগ সব অনলাইনে হচ্ছে। এটা সম্ভব হয়েছে কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে।
তিনি বৃহস্পতিবার সকালে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে করোনা কালীন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধে করনীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন। এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। সকল ধরনের শিক্ষকদেরকে সম্মানিত করেছেন। অতিতে কোনো সরকার শিক্ষকদের কোনো খোঁজ নিতেন না। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের ঝড়ে পরা নিয়ে সরকারও চিন্তিত।
তাই করোনা পরবর্তী স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে নানা মুখি কর্মসূচি হাতে নিয়েছে সরকার। মানসম্মত শিক্ষার বিস্তার নিশ্চিত করা সম্ভব না হলে আগামীতে দেশে নানা রকম সংকট সৃষ্টি হবে। কাজেই শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে যে পর্যায়ের শিক্ষার্থীরা বেশি ঝুঁকিতে রয়েছে, তাদের সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ নিতে সবাইকে কাজ করতে হবে।
লালমোহন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আক্তার হোসেন।
করোনা যোদ্ধা হিসেবে প্রধান অতিথি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনকে ক্রেস্ট প্রদান করেন, লালমোহন সহকারী শিক্ষক সমিতির সভাপতি একেএম মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম। প্রধান অতিথিকে ফুলদিয়ে বরণ করেন, সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ সেলিম ও সাংগঠনিক সম্পাদক রেহানা বেগম। এ সময় আরও বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধা শাজাহান মিয়া প্রমুখ।