বাড়ছে সেবার বহর, গ্রাম হবে শহর- এ স্লোগানকে ধারণ করে গাইবান্ধার কামারজানি ইউনিয়নে মাসব্যাপী চলছে মুজিব শতবর্ষ ই-সেবা ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের সেবাসমূহ প্রচারণায় হাতির পিঠে চরে বিতরণ করা হচ্ছে লিফলেট।
শুক্রবার (২৩ অক্টোবর) সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যাগে হাতিতে চরে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ১১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১০ নভেম্বর পর্যন্ত দেশের সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পালিত হচ্ছে ই-সেবা ক্যাম্পেইন। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রচার প্রচরণাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখে।
চলমান কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পেইনের প্রচারণা বাড়াতে কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান হাতিতে চরে এক ব্যতিক্রম প্রচারণায় লিফলেট বিতরণ করছে। উদ্যোক্তা মাহাবুবুর রহমান জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে হাতি তার সুর দিয়ে মানুষের হাতে প্রদত্ত নতুন নতুন সেবা সমূহের তালিকা সম্বলিত লিফলেট বিতরণ করে। এই ক্যাম্পেইন উপলক্ষে বেশ কিছু সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে।