আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনাকারী স্প্যানিশ রেফারি ম্যাতেও লাহোজকে কাতার বিশ্বকাপ থেকে অব্যাহতি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলের ফুটবলার এবং কোচকে মোট ১৯ বার হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহোস। ৪৮ বার বাজান ফাউলের বাঁশি। এর মধ্যে নেদারল্যান্ডসের ফুটবলাররা সাতবার, আর্জেন্টাইন ফুটবলাররা ৮ বার, আর্জেন্টিনার কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল ও প্রধান কোচ স্কালোনিকে একবার করে হলুদ কার্ড দেখান। এ ছাড়া পেনাল্টি শুটআউটে ডামফ্রিস দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখান লাহোস।
ম্যাচ শেষে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিও রেফারি লাহোসকে নিয়ে অস্বস্তি প্রকাশ করেন।
মেসি বলেন, আমার মনে হয় ফিফার এই রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না। কারণ, তিনি এটার যোগ্যই না।
রেফারিকে নিয়ে নানান সমালোচনার পর নড়েচড়ে বসে ফিফা। এ ছাড়া আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ থেকে ফিফার কাছে রেফারির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। পরে ফিফার শৃঙ্খলা কমিটি জানায়, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে ম্যাতেও লাহোজকে অব্যাহতি দেওয়া হচ্ছে।