পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। গত শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দেওয়ানহাট এলাকায় আত্মীয়ের বাড়িতে সুন্নতে খাৎনার দাওয়াত খেয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন রবিউল ইসলামের পরিবার। পথিমধ্যে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের শালবাহান রোড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রলির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলোনীপাড়া এলাকার ওষুধ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩৮) ও মাইক্রোবাস চালক একই ইউনিয়নের সরকারপাড়া এলাকার সুনীল (২৩)। আহতরা হলেন- রবিউল ইসলাম (৪৫), রবিউলের বাবা ফুল মোহাম্মদ (৭৫), রবিউলের মেয়ে রৌদশী (১৪) ও মিথিলা (১৬), ছেলে ফয়সাল (১৭) এবং পরিবারের সদস্য তহসিনা (৪৭)।গুরুতর আহতরা বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম ওই দুর্ঘটনায় দুজন নিহত ও ছয়জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।