ইউল্যাবের মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের ইভেন্ট ম্যানাজমেন্ট কোর্সের ছাত্র শিক্ষকরা গত ১৮ই ডিসেম্বর ২০২২, রবিবার “উইন্টার মিট এন্ড গ্রিট” শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানটি ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন ধরনের কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। যেমন ই-স্পোর্টস প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেক-আপ প্রতিযোগিতা ইত্যাদি। আয়োজন্টির মূল উদ্দেশ্য ছিল ফাইনাল পরীক্ষার পুর্বে ইউল্যাবের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার চাপ থেকে একটু স্বস্তি দেয়ার জন্য এবং তাদেরকে উৎফুল্ল করে তোলার জন্য মজার কিছু খেলাধুলা এবং প্রতিযোগিতার ব্যবস্থা করে।
ইউল্যাবের এমএসজে বিভাগের এসিস্ট্যান্ট প্রোফেসর এ,এফ,এম মনিরুজ্জামান শিপু, ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক এবং জনপ্রিয় মেক-আপ আর্টিস্ট রাইসা নওশিন ছিলেন মেক-আপ প্রতিযোগিতার বিচারক।
লায়ন্স ক্লাব ঢাকা সাউথ ছিল এই অনুষ্ঠানের মুল পৃষ্ঠপোষক এবং গো-দেশি ছিল মেক-আপ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক। পরবর্তীতে চিত্রকর্মগুলো বিক্রয় করে, প্রাপ্ত টাকা ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবকে প্রদান করা হয় সমাজসেবী কর্ম কান্ডের জন্য।