ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্থাপত্য বিভাগের আয়োজনে ঢাকার লালমাটিয়ার কলাকেন্দ্রে “স্পেস-সেন্স: গ্যালারীতে আর্ট ইনভেনশন” শিরোনামে দুই সপ্তাহব্যাপী এক প্রদর্শনী শুরু হয়েছে। গত ১৮ ডিসেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ তারিখ পর্যন্ত।
স্পেস-সেন্স হল একটি স্টুডিও অনুশীলন যা স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শির্ক্ষাথীদের অধ্যায়নের ক্ষেত্রে গবেষণার সুযোগ ও এর সীমাবদ্ধতা খুজে পেতে সহায়তা করে। দুই সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর সার্বিক দায়িত্বে আছেন স্থাপত্য বিভাগের অতিথি শিক্ষক শিল্পী ওয়াকিলুর রহমান।
এই প্রদর্শনী স্থাপত্য বিভাগের একটি ব্যতিক্রমী উদ্যোগ যা ক্যাম্পাসের বাইরে আয়োজন করার মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে তাদের গবেষণা কার্যক্রমের সীমা ও সুযোগের ক্ষেত্রে তাদের সৃজনশীল ধারণাগুলি প্রকাশ করতে সহযোগিতা করবে।
প্রদর্শনীটি প্রতিদিন বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উন্মুক্ত থাকছে।
উল্লেখ্য, প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানটি ১৮শে ডিসেম্বর অনুষ্ঠিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএপির উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন এনভায়মেন্টাল সায়েন্সেস এ্যান্ড জিজাইনের ডিন এবং স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ।