উত্তরাঞ্চলের একমাত্র স্কাউটিং কার্যক্রম ভিত্তিক বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ দ্বারা পরিচালিত রংপুর মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের অবস্থিত প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে আজ ১জানুয়ারি ২০২৩ রবিবার প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট প্রাঙ্গণে বই বিতরণের মাধ্যমে বই উৎসব উদযাপিত হয়েছে।
নতুন বছরের প্রথম দিনেই প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠানে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের প্রধান শিক্ষকা মোছাঃ শাহিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ৩১,৩২ ও ৩৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসন-১১এর কাউন্সিলর মোছাঃ ঝরনা খাতুন, এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া।
এসময় ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সিনয়র রোভার মেট হরিশংকর রায় সহ অভিভাবকবৃ্ন্দ উপস্থিত ছিলেন।
নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে যেমনটি আনন্দিত ইনস্টিটিউট কতৃপক্ষ ঠিক তেমনটিই নতুন হাতে পেয়ে আনন্দে উদ্ভাসিত ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বছরের শুরুতেই সময় মত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা মন্ত্রী সহ প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউট কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অভিভাবকবৃন্দ।
বাংলাদেশ স্কাউটসের স্কাউটিং কার্যক্রম ভিত্তিক এই বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতী মুক্ত স্কাউট ইনস্টিটিউটের দ্রুত পাঠদানের অনুমতি প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর আহ্বান জানান অভিভাবক সহ স্থানীয়রা ।