জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা “হাল্ট প্রাইজ” এর ক্যাম্পাস পর্যায়ের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে “টিম অল্টার”। প্রথম এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম ডমিনেটর্স এবং টিম পিলগ্রীম।
আজ শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে পঞ্চমবারের মতো অনুষ্ঠানের আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি। সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
ইন্টারন্যাশনাল অপারেশনের ডেপুটি ম্যানেজার নয়ন মন্ডল, অশোক লেল্যান্ড, ডেকো ইশো গ্রুপের হেড অব ব্র্যান্ড স্ট্র্যাটেজি অফ তারিফ মোহাম্মদ খান, আনন্দ কুটুম।
সে সময় বিচারকরা শুভেচ্ছা বক্তব্যে জানান, এর আগেও হাল্ট প্রাইজ থেকে নানাধরণের উদ্যোগ এসেছে যা সমাজে অসামান্য ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও আরো সুন্দর উদ্যোগের আশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বর্তমান এবং সাবেক ক্যাম্পাস ডিরেক্টর্স, মেন্টর্স, ক্লাব পার্টনার্স, স্পনসর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারপর ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদের নির্দেশনায় প্রতিযোগী দলগুলো নিজেদের আইডিয়া উপস্থাপন করে।
প্রতিযোগিতাটির প্রথম পর্যায়ে ৬২ টি দল আইডিয়া উপস্থাপন করেলেও সেখান থেকে সেরা ১০ টি দল সেমিফাইনালে প্রতিযোগীতা করে এবং ৫ টি দল ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দলকে পুরষ্কৃত করার পাশাপাশি অংশ নেয়া প্রতিটি দলকে সার্টিফিকেট দেয়া হয়। এছাড়াও পুরো আয়োজনজুড়ে থাকা স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
প্রসঙ্গত , জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত, শিক্ষার্থীদের নোবেলখ্যাত “হাল্ট প্রাইজ” হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অনক্যাম্পাস রাউন্ড
আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবছরের প্রতিপাদ্য বিষয় “রি ডিজাইনিং ফ্যাশন”